সোমবার, জুলাই ২৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই পণ্য কেনা হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এই সয়াবিন তেল কিনতে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা। যার আগের দাম ছিল ১৭৭ টাকার মতো।

এই তেল ক্রয়ের সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি হাউস।

বুধবারের সভায় মোট ১৫টি এজেন্ডা ছিল, যার সবগুলো পাস হয়েছে। তার মধ্যে ৮টি নৌপরিবহন মন্ত্রণালয়ের, বিদ্যুতের দুটি এবং বাণিজ্যের দুটি। এছাড়া স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছিল একটি করে।

টিসিবির জন্য ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আট হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এতে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা খরচ হবে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৯১ টাকা ৬০ পয়সা করে। সুপারিশকৃত দরদাতার মধ্যে রয়েছে তুরস্কের আরবেল বিয়াকলিয়াত হুবুবাত স্যান্টিক এ.এস কুমহুরিয়াত। স্থানীয় দরদাতা হচ্ছে বিআইএনকিউ।

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেয়া হয়েছে কিনা; জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কমানো না, প্রতি মাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।’

রোজায় সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের জন্য যেটা কেনা হয়েছে, সেটা টিসিবির। যা এক কোটি মানুষকে দেয়া হবে। এটা তো আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি।’

রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার কথাও জানিয়েছে সরকার।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রমবিস্তারিত পড়ুন

‘সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের ট্রেনিং দেয়া হবে’ : প্রেস সচিব

সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাজধানী থেকে বিমানঘাঁটি না সরানোর কারণ জানালো বিমানবাহিনী

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম বলেছেন, ‘রাজধানীর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমানেরবিস্তারিত পড়ুন

  • পুলিশের আরো ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • চাঁদাবাজ যতই শক্তিশালী হোক, ধরে ফেলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচনে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার : সিইসি
  • জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য কখনো ব্যর্থতা
  • কোন বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে গ্রহণ করা হবে, কোন রোহিঙ্গাকে নয়
  • নির্বাচন ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবো : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি
  • মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা
  • মাইলস্টোন ট্র্যা/জে/ডি: আরো মৃ/ত্যু
  • টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
  • গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই : সিইসি