এবার বাংলাদেশি ছবিতে বলিউড নায়িকা পূজা চোপড়া

‘ফ্যাশন’, ‘হিরোইন’, ‘কমান্ডো’ ছবিগুলোতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আইয়ারি’।
এবার বাংলাদেশি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তিন দশক পর চলচ্চিত্র পরিচালনায় ফিরতে যাওয়া সি বি জামানের ‘এডভোকেট সুরাজ’ ছবিতে শামস হাসান কাদিরের বিপরীতে অভিনয় করবেন পূজা।
ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এক ভিডিও বার্তায় পূজা বলেন, ‘সবার জন্য সুখবর দিচ্ছি। আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। দেখা হচ্ছে শিগগির।’
সি বি জামান ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘হাসি’, ‘লাল গোলাপ’-এর মতো ছবি পরিচালনা করেন। সর্বশেষ ১৯৯০ সালে তিনি নির্মাণ করেন ‘কুসুমকলি’।
তিনি বলেন, “গল্পের প্রয়োজনেই পূজাকে নেওয়া। ‘কমান্ডো’র মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন।
আশা করছি, পূজা বলিউডের মতো বাংলাতেও ভালো করবেন।
একই রকম সংবাদ সমূহ

সময়ের সেরা নায়িকা হয়েও যে কারণে আজীবন বিয়ে করেননি নন্দা
বাবা ছিলেন প্রখ্যাত অভিনেতা-প্রযোজক-পরিচালক। এমন হতেই পারত, বাবার ছত্রছায়ায় মেয়েরবিস্তারিত পড়ুন

বিজ্ঞাপন দেখে তেল কিনে প্রতারিত।। বিজ্ঞাপনের মডেল গোবিন্দ-জ্যাকিশ্রফকে জরিমানা
বিজ্ঞাপন দেখে তেল কিনে প্রতারিত আইনজীবী। বিজ্ঞাপনের মডেল গোবিন্দ-জ্যাকিশ্রফকে জরিমানা।বিস্তারিত পড়ুন

কোটি টাকার বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল
কোটি টাকার বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল। দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লুবিস্তারিত পড়ুন