শনিবার, জুলাই ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা।

রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়।

ফার্মগেট ইসলামি মিশন মাদরাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদরাসার ৮০ জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেন।

এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।

তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায় সারাবিশ্বে তাদের বড়দিন একসঙ্গেই পালন করে। আমরা চিন্তা করে দেখতে পারি, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষ রোজা এবং ইদ একই দিনে পালন করতে পারে কি না। এ বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করা।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের ভিতরে এবং বাইরে থেকে ওলামাদের সঙ্গে বিএনপির বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এই বিভেদ ফাটল সৃষ্টি করবে। এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।

তিনি বলেন, এখন একটি নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম। আপনারা সেই স্লোগান শুনবেন এবং একটু সাবধান থাকবেন। সেই স্লোগান দেখলাম, কিন্তু আমিও বুঝিনাই এর অর্থ কী? আমি এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। সেকেন্ড রিপাবলিক আমি এখনো বুঝি নাই।

মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনাদের মতো (আলেম) এক শ্রেণির লোক ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনার একটু সামাল দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনী, অমলেন্দু অপু, জন গোমেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘শাপলা’ প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো নির্বাচন কমিশন

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেবিস্তারিত পড়ুন

ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে ইসি তাহমিদা, আইনশৃঙ্খলায় ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিকবিস্তারিত পড়ুন

বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসারবিস্তারিত পড়ুন

  • ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত
  • নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট : ইসি
  • সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল
  • জুলাই গণহ*ত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
  • রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় : রিজভী
  • এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে
  • জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
  • কাউকে বাড়তি নম্বর দেয়া হয়নি : চেয়ারম্যান
  • একজনও পাস করেনি ১৩৪ প্রতিষ্ঠানে
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ
  • জুলাই গণহ*ত্যায় হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
  • ভিসা নিয়ে যে বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস