রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মডেল মসজিদটি উদ্বোধনের আড়াই বছর পরও প্রস্তত হয়নি নামাজের জন্য

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়াতে মডেল মসজিদের উদ্বোধনের প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও এখনও নামাজের জন্য প্রস্তুত হয়নি।উপজেলা দৃষ্টিনন্দন মডেল মসজিদটি স্থানীয় উপজেলা প্রশাসনের ও সাধারন মুসাল্লিদেও দাবি গণপূর্ত বিভাগের খামখেয়ালিপনা ও অব্যাহত গাফিলতির কারণে নামাজের জন্য আদৌ চালু করা সম্ভব হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, মসজিদটির ভারী কাজগুলো সম্পন্ন হলেও এখনও ২৫ ভাগ কাজ অবশিষ্ট রয়েছে। ফলে ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে উঠছে না নামাজ আদায়। তিনি আরও জানান, সর্বশেষ খুঁটিনাটি বিষয় সম্পর্কে বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগে জানানো হলেও অবশিষ্ট কাজ সম্পন্ন করতে গড়িমসি করছে তারা। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স এর মালিক অতিরিক্ত বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে, আগামী দুই এক মাসের ভিতরে আবেদনটি পাস হলে তারা পুনরায় কাজ শুরু করবেন। এই কারণে মসজিদটির কার্যক্রম শেষ না করায় নামাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তারা আনুষ্ঠানিকভাবে মসজিদটি এখনও আমাদের নিকট হস্তান্তর করেনি।
সরেজমিনে দেখা যায়, মসজিদটি হয়ে উঠেছে ছেলে মেয়েদের বিনোদন কেন্দ্র, চত্বরজুড়ে চোখে পড়ে অসংখ্য বেওয়ারিশ কুকুরের ও ছাগল গরু আনাগোনা। কুকুর দলের অবাধ বিচরণের বিষয়টি স্থানীয় সচেতন ধর্মপ্রাণ মুসলিমদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অবমাননাকর এমন দুরবস্থায় বিষয়টি স্থানীয় জনমনকে ভাবিয়ে তুলেছে। স্থানীয় প্রশাসনের পক্ষে ইউএনও তার প্রতিক্রিয়ায় আরও জানান, তিনি মসজিদটির সার্বিক কার্যক্রম শুরু করার আপ্র্রাণ চেষ্টা করছেন। তবে স্বল্প সময়ের মধ্যে নামাজসহ সার্বিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মসজিদ ভবনের ইলেকট্রিক সাইড ও মসজিদের মেঝের কিছু কাজ বাকি আছে। দরজা-জানালাসহ আনুষঙ্গিক মসজিদটির সর্বশেষ অবস্থা জানতে গণপূর্ত বিভাগ, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাউছার মো: আব্দুল ওযাহিদ মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা সম্ভব হয়নি।উল্লেখ্য, নির্মাণকাজসহ যাবতীয় কাজ অসম্পন্ন রেখেই গত ২০২২ইং সালের ৩০অক্টোবর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয় এদিন সারাদেশে ৪ম পর্যায় কলারোয়াসহ নির্মাণাধীন ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসনের আয়াজনে এদিন মসজিদটি উদ্বোধন করা হয়।প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের অফিসের সামনে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উদ্বোধনী ফলক উন্মোচন করেন স্থানীয় সাবেক সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ।কিন্তু বড়ই পরিতাপের বিষয় উদ্বোধনের আড়াই বছর পেরিয়ে গেছে। মসজিদটি এখনও চরম অযতœ আর অবহেলায় ধর্মীয় কার্যক্রমহীন স্থবির হয়ে পড়ে রয়েছে। ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ ক্ষুব্ধ সচেতন এলাকাবাসী দ্রুত কাজ সম্পন্ন করে নামাজ-বন্দেগিসহ অন্যান্য কার্যক্রম শিগগির দ্রুত কাজটি শেষ করতে সংমিষ্ট দায়িত্বশীল কর্তাব্যক্তির যথাযথ প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে ১ লাখ টাকা জরিমানা

কে.এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে পরিমানেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা-২৪’রবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুল স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সদ্য প্রয়াত আমিরুলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি ও মহেন্দ্র ক্ষতিগ্রস্ত
  • কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাদের মতবিনিময়
  • কলারোয়ায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ
  • কলারোয়ায় শিশু শ্রম ও শিশু অধিকার বিষয়ক সিসিডিবি’র কর্মশালা
  • এক গাফিলতিতেই মারা গেল ছাগল ও শাবক
  • অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে কলারোয়ায় শুমারির কমিটি সভা
  • কলারোয়ায় ‘লাইটহাউজ মডেল একাডেমি’র শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
  • কলারোয়ায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছীরা