কলারোয়ার জয়নগর বন বিভাগের লাগানো গাছ তদারকির অভাবে বেহাল দশা

কলারোয়ার জয়নগরে খালের ধারে ও কপোতাক্ষ নদের ধারে পরিবেশ সুরক্ষা ও পাড় ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য বন বিভাগের লাগানো গাছ তদারকির অভাবে বেহাল দশায় পড়েছে।
জয়নগর বাজার সংলগ্ন খালের ধারে ও কপোতাক্ষ নদের ধার দিয়ে গত ১/২ মাস আগে বন বিভাগের তত্বাবধায়নে কয়েক শত নারিকেল গাছসহ ফলদ, বনোজ ও ঔষধী গাছ রোপন করা হয়। কিন্তু নিয়মিত তদারকি ও পরিচর্যার অভাবে গাছগুলোর হুমকিতে পড়তে চলেছে।
নদী ও খাল খননের পর পাড় ভাঙ্গন রোধ প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২কিলোমিটার খালের পাড় ও নদীর পাড় জুড়ে লাগানো হয়েছিলো ওই সকল নারিকেল গাছসহ ফলদ, বনোজ ও ঔষধি গাছ।
জানা গেছে- এই গাছগুলো তরারকির জন্য কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু লাগানো গাছগুলো তদারকির অভাবে নষ্ট হতে বসেছে। তবুও টনক নড়ছে না সংশ্লিষ্টদের।
এ বিষয়ে উপজেলা বন বিভাগে দায়িত্বরত অফিসার মোহাম্মদ আলী জানিয়েছেন- ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা ও পাড় ভাঙ্গন রোধের জন্য গাছ গুলো রোপন করা হয়েছে। জয়নগরে গাছগুলো দেখাশুনা ও পরিচর্যা করার জন্য কমিটি করে দিয়েছি।’
রোপনকৃত গাছের নিয়মিত সঠিক পরিচর্যা ও দেখভাল করার আশ্বাস দিয়ে তিনি বলেন- ‘এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।’
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশ শিল্প
বাড়ির পাশে বাঁশঝাড় ঐতিহ্য গ্রামবাংলার চিরায়ত রূপ। কিন্তু বনাঞ্চলের বাইরেওবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বলিয়ানপুরের জয়
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদোয় ৪দলীয় ‘নোভা কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা
কলারোয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাবিস্তারিত পড়ুন