বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাড়ির অবৈধ দখলে রাস্তা বন্দি! যানজটে জনগণের জীবন ছন্দহীন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেট, নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় এবং হাটের মোড় এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে পার্ক করা যানবাহন, প্রাইভেটকার, ইজিবাইক, রিকশা, ভ্যান, বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর ফিটনেস বিহীন ছোট প্রাইভেটকারের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পথচারী মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করায় হাঁটাচলা করা দায়। বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে পায়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না। এটা এখন নিত্যদিনের সমস্যা।”

সিদ্দিক সুপার মার্কেটের পোশাকের দোকান খাইরে উম্মা’র ম্যানেজার মোঃ রাকিব হোসেন বলেন বলেন, “আমাদের শো-রুমের সামনে দিনভর গাড়ি পার্ক করা থাকে, ফলে গ্রাহকরা দোকানে আসতে পারেন না। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

একইভাবে, শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম জানান, “যানজটের কারণে বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়ে যায়। রাস্তায় এত গাড়ি থাকে যে পায়ে হেঁটে চলাও কঠিন।”

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা জরিমানা করছি, কিন্তু অনেকেই নিয়ম মানতে চান না। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও, অনেকে রাস্তায় গাড়ি রাখেন।”

স্থানীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি, অবৈধ পার্কিং রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধার ব্যবস্থা করা।

এছাড়া, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বলছেন, “আর দেরি নয়, এখনই সমাধান চাই।” যানজটের এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। অন্যথায়, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোর এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় স্কুল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

হাফিজুল ইসলাম  : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • জাতীয় মৎস্য সপ্তাহ: সাতক্ষীরায় মৎস্য পোনা অবমুক্তকরণ, র‍্যালি, সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা উলামা বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল আ/ট/ক
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন
  • সাতক্ষীরার শাল্যে সাঈদীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন
  • সাতক্ষীরায় ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প
  • সাতক্ষীরায় ছাত্র শিবিরের কর্মশালা
  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা