সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে ধানের বাম্পার ফলন

গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। বোরো মৌসুমে ধানের জেলা গোপালগঞ্জে ৪ হাজার ৮৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে।

সরকার মৌসুমের শুরুতে বিনামূল্যে কৃষি প্রণোদনার ধান বীজ, সার বিতরণ করে। তারপর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে কৃষক হাইব্রিড ধানের আবাদ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণ ও পারামর্শ প্রদান করে। এছাড়া কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের ধান উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করেছেন। কৃষক উদ্বুদ্ধ হয়ে ৬৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করেন। এসব কারণে গোপালগঞ্জের কৃষকরা ৪ হাজার ৮৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৯২৮ হেক্টরে ১ লাখ ৫৩ হাজার ৫০৬ মেট্রিক টন ৯০০ কেজি ধান, মুকসুদপুরে ১৩ হাজার ২৯১ হেক্টরে ৯১ হাজার ৩০৬ মেট্রিক টন ১৭০ কেজি ধান, কাশিয়ানীতে ১১ হাজার ৭২৫ হেক্টরে ৮৩ হাজার ১৮৮ মেট্রিক টন ৮৮০ কেজি ধান, কোটালীপাড়ায় ২৬ হাজার ৪২০ হেক্টরে ১ লাখ ৯৬ হাজার ৫৬৪ মেট্রিক টন ৮০০ কেজি ধান ও টুঙ্গিপাড়ায় ৮ হাজার ৮৬৫ হেক্টরে ৬৫ হাজার ২৯০ মেট্রিক টন ৭৩০ কেজি ধান উৎপাদিত হয়েছে। চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জ জেলায় প্রায় ৬২ হাজার হেক্টরে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এ কারণে ধানের ফলন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ীর উপ-পরিচালক আ: কাদের সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও ফেলে না রেখে আবাদের আওতায় এনে ফসল উৎপাদন বৃদ্ধির আহবান জানান। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহবানে সাড়া দিয়ে ধানের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করি। বোরো মৌসুমে গোপালগঞ্জ জেলায় আমরা ৮০ হাজার ৫৪৬ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। কৃষক ৮১ হাজার ২২৯ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেন। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৮৪ হাজার ৮৪৮ মেট্রিক টন ৮০০ কেজি। ৮১ হাজার ২২৯ হেক্টর জমির ধান কাটা শেষে ৫ লাখ ৮৯ হাজার ৭২২ মেট্রিক টন ৫০০ কেজি ধানের ফলন পাওয়া গেছে। সেই হিসেবে গোপালগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৮৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ধান বেশি উৎপাদিত হয়েছে।

টুঙ্গিপাড়ার গিমাডাঙা গ্রামের কৃষক সিহাব উদ্দীন মুন্সি বলেন, ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিনামূল্যে প্রণোদনার বীজ সার দিয়েছে। আমাদের নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বুদ্ধ করণ সভা করেছে। এছাড়া ধান চাষে কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সব ধরণের সহযোগিতা করেছেন। তাই এত ফসল ফলানো সম্ভব হয়েছে। ফসল ফলিয়ে আমাদের লাভ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল ধানের চাষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রসারিত করেছে। এছাড়া ব্রি হাইব্রিড ধান-৩ ও ব্রি হাইব্রিডধান-৫ হেক্টরে সাড়ে ৯ টন থেকে সাড়ে ১০ টন পর্যন্ত ফলন দিয়েছে। কৃষকরা নতুন নতুন জাতের ধানের আবাদ বৃদ্ধি করায় এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ফলেছে।

একই রকম সংবাদ সমূহ

অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!

দীর্ঘ তিন মাস ধরে অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছরবিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়েবিস্তারিত পড়ুন

  • শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে : প্রধানমন্ত্রী
  • গাছের ভেতর থেকে বের হচ্ছে নারী কণ্ঠ!
  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা
  • বেনজীরের সাভানা ইকো পার্কে এখন সুনসান নীরবতা!
  • বেনজীর হাজির না হলে দুদক কী ব্যবস্থা নেবে, জানালেন কমিশনার
  • সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন হলে কেউ গরিব থাকবে না : প্রধানমন্ত্রী
  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • ধৈর্য ধরুন, কিসসা আভি ভি বাকি হ্যায়: বেনজীর
  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • পঁচাত্তরের পর এবারই সবচেয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী
  • মিয়ানমারের সংঘাতে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আছে : মহাপরিচালক