‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের অর্থ আত্মসাৎ হলে ছাড় নয়’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন- ‘ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত অর্থ ও সহায়তায় কোন অনিয়ম সহ্য করা হবে না। ক্ষতিগ্রস্থদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে অভিযুক্তদের কোন ছাড় দেয়া হবে না।’
শুক্রবার (১৫নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ২০০ ব্যক্তি ও পরিবারের মাঝে ত্রাণের চাউল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি।
জেলার শীর্ষ এ কর্মকর্তা আরো বলেন- ‘ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও সকলেই সতর্ক থাকার কারণে ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়েছে। আপনার জেলা প্রশাসনের অনুরোধে যথাযথ সাড়া দেয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সাধ্যমত সহায়তা দিয়ে যাবো।’
হুশিয়ারী উচ্চারণ করে তিঁনি আরো বলেন- ‘ত্রাণের অর্থ কিংবা চাউল যদি কেউ আত্মসাৎ বা অনিয়ম করে তাহলে অভিযুক্তকে জেলে-হাজতে পাঠানোসহ কঠিন শাস্তির ব্যবস্থা করবো। সরকারি সম্পদ তছরুপ বরদাস্ত করা হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, দৈনিক পত্রদুত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মাস্টার নরিম আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশারাত আলী, মুক্তিযোদ্ধা বাবর আলীসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কৃষ্ণনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের পরিবারে খোঁজ খবর নেন এবং তাদেরকে সমবেদনা জানান।
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শিক্ষার্থী সোনিয়ার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
কলারোয়ায় এক মেধাবী শিক্ষার্থীর চোখের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেবিস্তারিত পড়ুন

রাস্তার পাশের গাছে পেরেক ঠুকে বিলবোর্ড ॥ গাছ সুরক্ষার দাবি
রাস্তার পাশে গাছে গাছে ঝুলতে দেখা যায় হরেক রকমের বিলবোর্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি-সম্পাদককে শুভেচ্ছা কালিগঞ্জ আ.লীগের
বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রবীন রাজনীতিক,বিস্তারিত পড়ুন