রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ঈগল প্রতীককে বিজয়ী করে সকল মিথ্যাচারের জবাব দেবে ইনশাল্লাহ- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোলে মোজাহার হোসেন’র পেট্রোল পাম্পের পিছনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী করতে আপনাদের আগামী ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমি সাতক্ষীরা-২ আসনের উন্নয়নে সব সময় আপনাদের পাশে ছিলাম। আমি যতদিন বাঁচবো আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চায়।

আমি একটি স্মার্ট মডেল সাতক্ষীরা গড়তে চায় এবং সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে চায়। এছাড়াও সাতক্ষীরার উন্নয়নে আমার কিছু অসমাপ্ত কাজ আছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবারও আপনাদের সেবা করতে চায়। আমার বিরুদ্ধে ভোটে নেমে আমাকে নিয়ে অনেক মিথ্যাচার করছে। মিথ্যাচার করে মানুষের মন পাওয়া যায়না। আমার ঈগল প্রতীকের নিশ্চিত বিজয় দেখেই এই মিথ্যাচার। আমি জানি সাতক্ষীরা-২আসনের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ঈগল প্রতীককে বিজয়ী করে সকল মিথ্যাচারের জবাব দেবে ইনশাল্লাহ।”

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজিব তার বক্তব্যে বলেন, কৌশলগত কারণে সাতক্ষীরা-২আসনে নৌকা নেই। যেখানে নৌকা নেই সেখানে জননেত্রী শেখ হাসিনার প্রতীক ঈগল। সাতক্ষীরা-২আসনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি নৌকার মাঝি ছিলেন এবং এখনও নৌকার মাঝি আছেন। তিনি ঈগল প্রতীকে জয়লাভ করলেই আবারও নৌকার এমপি হবেন।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্র্রীয় কমিটির শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব, নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনূর রহমান মঈন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইঞ্জিনিয়ার ফাহমিদ আহমেদ তারিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ।

সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি শাওন, সাইদুর রহমান অপু, মহাসীন, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঈগল প্রতীকের জারি পরিবেশন করেন আকতার বয়াতি। এসময় দলীয় নেতাকর্মী, এলাকার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি ও ইউপি সদস্য মাহফুজ সরদার।

একই রকম সংবাদ সমূহ

রাজনৈতিক ক্ষমতা-কালোটাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান

রাজনৈতিক ক্ষমতা ও কালোটাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কারবিস্তারিত পড়ুন

শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসবিস্তারিত পড়ুন

  • সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, বিএসএফের গুলি, বাংলাদেশিকে তুলে নেওয়ার চেষ্টা
  • অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা পুলিশ সুপারের কম্বল বিতরণ
  • সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
  • ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • চলেন হিংসা ভুলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাই: মির্জা ফখরুল