জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা ও রবির ঐকান্তিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরে সাতক্ষীরার উন্নয়ন
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরা সদর নির্বচনী এলাকায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে বিগত কয়েক বছরে সাতক্ষীরা সদর উপজেলায় ব্যাপক টেকসই উন্নয়নের ছোয়া লেগেছে।
রাস্তা-ঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাজার অবকাঠামো উন্নয়ন, স্লুইচ গেট নির্মাণসহ এলজিইডির আওতাধীন বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন চিত্র ফুটে উঠেছে। টেকসই উন্নয়ন তদারকীতে নিরলসভাবে পরিশ্রম করেছেন স্থানীয়
সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম।
সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সদর নির্বাচনী এলাকাকে উন্নয়নের ছোয়ায় আলোকিত মডেল
উপজেলায় পরিনত করতে নিরলস পরিশ্রম ও ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। তিনি সদরের ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে কোথায় কি প্রয়োজন তিনি
সমস্ত এলাকা ঘুরে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উঠান বৈঠক করেছেন এবং জনগণের চাওয়া পাওয়া পুরণে সেই সব এলাকায়
উন্নয়নের ছোয়ায় আলোকিত সাতক্ষীরা গড়তে এখনও উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলায় বিগত কয়েক বছরে ১৩০ কোটি টাকা ব্যয়ে ১৮৭ কিলোমিটার পিচের রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বেশ কিছু কার্পেটিং রাস্তার কাজ চলমান আছে। ২৫ কোটি টাকা ব্যয়ে ৫টি ব্রিজ নির্মাণ করা হয়েছে, কয়েকটি
ব্রিজের কাজ এখনও চলমান রয়েছে। এলজিইডির পিএফডিপি-৪ প্রকল্পের আওতায় বিগত ৫ বছরে ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫তলা ভবন নির্মাণ করা হয়েছে। যার চুক্তিমূল্য ২২ কোটি ৫ লক্ষ টাকা। শুধু মাত্র ২০২২ সালে এলজিইডির বাস্তবায়নে জিপিএস প্রকল্পের আতায় সাতক্ষীরা সদরে ৩০টি সরকারি প্রাথমিক
বিদ্যালয় ভবন নির্মিত হয়েছে। যার চুক্তিমূল্য ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। ২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা
হয়েছে। যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সারা দেশব্যাপী বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাজারে ২ কোটি ৭৯
লক্ষ টাকা ব্যয়ে আধুনিক বাজার নির্মাণসহ কয়েকটি বাজার ভবন নির্মাণ কাজ
চলমান রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)