জাতীয় প্রতিবন্দী ক্রিকেট দল বেনাপোল দিয়ে ভারত গেলেন খেলতে

ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিবন্ধি জাতীয় ক্রিকেট দলের ১৭ সদস্য ‘মৈত্রী সিরিজ-২০১৯’ খেলতে ভারত গেছেন। উক্ত খেলায় তিনটি প্রতিবন্ধি জাতীয় ক্রিকেট খেলায় অংশ নেবেন তারা।
রোববার (১০ নভেম্বর) বিকাল ৩ টার সময় তারা বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন।ভারতের নদীয়া জেলার ফুলিয়া শিক্ষানিকেতন মাঠে ১১ নভেম্বর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে ১২ নভেম্বর ফুলিয়া ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ও ১৩ নভেম্বর শিকারপুর বেলে মাঠে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দিব্যয়ং দল (গোপালগঞ্জ) বনাম দিব্যয়ং ওয়ারিয়রর্স বেঙ্গল এর মধ্যে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
খেলাটি স্পন্সর করবেন অখিল ভারত প্রতিবন্ধি কল্যান সমিতি।
১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রতিবন্ধি ক্রিকেট (গাপালগঞ্জ) দলের রাজু আহম্মেদ রাজ ও ম্যানজারের দায়িত্ব পালন করবেন শামিম শেখ। প্রতিযোগিতা শেষে ১৫ নভেম্বর তারা বেনাপোল দিয়ে দেশে ফিরে আসবেন বলে দলীয় প্রধান রাজু আহম্মেদ রাজ জানান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান ১৭ সদস্যের একটি প্রতিবন্ধি জাতীয় ক্রিকেট দল ভারতে খেলতে গেছেন বলে জানান।
একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার মিঠাবাড়ি ফুটবল টুর্নামেন্টের সেমিতে কলারোয়া
তালা উপজেলার পাটকেলঘাটার মিঠাবাড়িতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শার্শার বাইকোলা
কলারোয়ার কাজীরহাটে ৮দলীয় ‘বন্ধন কাপ’ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায়বিস্তারিত পড়ুন

কেশবপুরের বরণডালি ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার কেঁড়াগাছি চ্যাম্পিয়ন
কেশবপুরের বরণডালিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার ছলিমপুর ফুটবল একাদশকে ১-০বিস্তারিত পড়ুন