তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তালা সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টূর্নামেন্ট কমিটির আহবায়ক ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মনি মোহন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, অধ্যক্ষ বিধান সাধু, কাজী মারুফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় খলিষখালী ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জালালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর হারুণ অর রশিদ পুকার এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান ও মীর কাইউম ইসলাম ডাবু।
শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৭ডিসেম্বর শনিবার
কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামি ৭ডিসেম্বর শনিবারবিস্তারিত পড়ুন

ফুচকা বিক্রেতা থেকে ভারতের বিশ্বকাপ দলে যে ক্রিকেটার
নাম তার যশস্বি জসওয়াল। ফুচকা বিক্রি করে আর্থিক উপার্জন করতেনবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রমীলা হকি খেলায় নড়াইলকে হারিয়ে স্বাগতিকদের জয়
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে স্থানীয় পাবলিক মাঠে প্রমীলাবিস্তারিত পড়ুন