বস্তুনিষ্ঠ লেখনিতে সাংবাদিকরা সমাদৃত হয়
কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছায় সিক্ত উপজেলা চেয়ারম্যান লাল্টু

সাতক্ষীরার কলারোয়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সেখানে পৌছুলে নয়া চেয়ারম্যান তাদেরকে অভর্থনা জানান।
মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লাল্টু বলেন- ‘সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সত্যিকারের সাংবাদিকরা সবসময় সমাদৃত হয়। কলারোয়ার গুটিকয়েক হলুদ সাংবাদিকদের কারণে যেনো পুরো সাংবাদিক সমাজ কুলষিত না হয় সেদিকে সজাগ থাকতে হবে। আমি কলারোয়া প্রেসক্লাবের সাথে ছিলাম, আগামিতেও থাকবো।’
সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়ার প্রতি সংহতি জানিয়ে তিনি আরো বলেন- ‘আমি সাংবাদিকবান্ধব, উপজেলা পরিষদ নির্বাচনের আগে কলারোয়ার জনমানুষের সমস্যা ও আশা-আকাঙ্খা এখানকার সাংবাদিকরা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। আমি সেগুলো গুরুত্ব দিয়ে নির্বাচন করেছি বলেই জনগণ আমাদের ভোট দিয়েছেন। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবো।’
ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহ.সভপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান, সদস্য সরদার জিল্লুর রহমান, হাবিবুর রহমান রনি, মিলন দত্ত, গোপাল ঘোষ বাবু প্রমুখ।
উল্লেখ্য পেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় এবং সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদসহ আরো কয়েকজন কর্মকর্তা কলারোয়ার বাইরে ও ঢাকায় থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে তারা নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ॥ ইয়াবা উদ্ধার
কলারোয়ায় মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাপা নেতার মায়ের ইন্তেকাল ।। দাফন সম্পন্ন
কলারোয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মশিউর রহমান ও সাংবাদিক আতাউরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা’
কলারোয়ায় ‘বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন