শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

সমুদ্রের সম্পদকে ব্যবহার করে অর্থনীতি আরও গতিশীল এবং শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সরকার। নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন ক্যাডেটদের কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ মার্চ) চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে ৪১তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিশাল সমুদ্রসীমা। কিন্তু একসময় সেখানে আমাদের কোনো অধিকার ছিল না। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট ১৯৭৪’ প্রণয়ন করেন। জাতির পিতা যখন এই আইন প্রণয়ন করেন, ওই সময় পৃথিবীর কোথাও এ ধরনের আইন ছিল না। তিনি আমাদের সে অধিকার আদায়ের পথ দেখিয়ে গেছেন। যে আইনের ভিত্তিতে পরবর্তীতে আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা উদ্ধার করা খুব সহজ কাজ ছিল না। ভারত এবং মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা ক্ষমতায় এসে সমুদ্রসীমা উদ্ধার করি। অথচ ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর মৎস্যশিল্প, জাহাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম শিল্পগুলোতে সহজে প্রবেশ করতে সুযোগ তৈরি করি। নাবিকদের উন্নত প্রশিক্ষণ দিতে শুরু করি। নারীদের সমুদ্রপথে জীবন গড়তে ২০১০ সালে এই একাডেমিতে প্রথম নারী ক্যডেট ভর্তি ‍শুরু হয়। এখন থেকে পাশ করে তারা এখন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাস করে ক্যাডেটরা এখন বেশির ভাগ বিদেশগামী জাহাজে কর্মরত রয়েছে। অনেকেই পিএইচডি করে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। অনেকেই বিশ্বের বিভিন্ন মেরিন ইন্ডাস্ট্রিতে কর্মকর্তা হিসেবে চাকরি করছেন।’

এ সময় ৪১তম ব্যাচের ক্যাডেটদের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মজীবনের উন্নতির প্রধান ভিত্তি হচ্ছে কঠোর পরিশ্রম ও সময়ানুবর্তিতা। এখানকার অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণ ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে দেবে। তোমরা দেশের সুনাম বৃদ্ধি করবে। দেশের স্বাধীনতার নীতি মেনে চলবে বলেই আমি মনে করি।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গোপসাগর শুধু দেশের জন্য না, বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। ফলে ক্যাডেটরা সাহসের সঙ্গে কাজ করলে আমরা এখান থেকে আরও বেশি সম্পদ অর্জন করতে পারবে। সমুদ্র সম্পদ অর্জনের মাধ্যমে যাতে অর্থনীতি আরও গতিশীল করতে পারি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেবো’ : সিলেটের ডিসি সারোয়ার আলম

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো’— বলে কঠিনবিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে: আসিফ মাহমুদ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাইবিস্তারিত পড়ুন

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করারবিস্তারিত পড়ুন

  • চা কফি খাওয়াতে পারবেন না ডাকসু প্রার্থীরা
  • আশুলিয়ায় ছয়জনের লা*শ পোড়ানোর ঘটনায় রাজসাক্ষী হলেন সাবেক এসআই আবজালুল হক
  • ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না- ড. মুহাম্মদ ইউনূস
  • সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
  • প্রশাসনের বাইরে বঞ্চিত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর
  • ৪০০ কোটি টাকা দামে রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
  • প্রশাসনের বাইরে ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
  • সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম