বেনাপোল কাস্টমস্ ভোল্টে সোনা চুরির ঘটনায় থানায় মামলা

বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট থেকে ১৯ কেজি ৩১৮ গ্রাম সোনা চুরির ঘটনায় কারা জড়িত তা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ।তবে চুরি যাওয়া সোনার মুল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩৬২ টাকা বলে জানিয়েছেন কাস্টমস্ কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস্ হাউজের গোপন লকার ভেঙে চুরির ঘটনা উদঘাটনে বেনাপোল পোর্ট থানা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি (ক্রাইম সিন) ও পি বি আই এর চৌকস দল ঘটনা তদন্তে মাঠে নেমেছেন।
কয়েক দিন পেরিয়ে গেলেও মুল আসামীরা এখনো আটক হয়নি।
কারা এর সাথে জড়িত তারও স্পষ্ট তথ্য উদ্ধার হয়নি। সোনা চুরির ঘটনায় ৪৬৮ ও ৩৮০ ধারায় একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে পোর্ট থানায়। চুরি সংক্রান্ত ৪৬৮ ও ৩৮০ ধারায় মামলা হয়েছে।
প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য যে পাঁচজনকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছিলো তাদের কাছ থেকে এখনো পর্যন্ত পরিস্কার কোনো তথ্য আসেনি পুলিশের হাতে। তবে গোপনিয়তা বজায় রেখে তাদেরকে আরও জিঞ্জাসাবাদ করাহবে বলে জানা গেছে।
কাস্টমস হাউজের পুরনো ভবনের দ্বিতীয় তলায় গোপন ভোল্ট লকার এর যে কক্ষ রয়েছে তার প্রবেশদ্বারে কোন সিসি ক্যামেরা নেই।অন্য রুমের সামনের সিসি ক্যামেরা থাকলেও তা বন্ধ ছিলো।
চুরির আগে সে সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিচ্ছন্ন করে রাখে চোরেরা।
এছাড়াও গোপন ভোল্ট লকারে কাস্টমস, কাস্টমস শুল্ক গোয়েন্দা, বিজিবি ও পুলিশের উদ্ধারকরা সোনা, ডলার বৈদেশিক মুদ্রা, কষ্টি পাথর সহ কোটি কোটি টাকার মূল্যবান জিনিস পত্রের ভেতর থেকে মাত্র ১৯ কেজি ৩১৮ গ্রাম সোনা নেয়ার পরেও ভোল্টটি তালাবদ্ধ ছিলো কেনো? তা প্রশ্ন আকারে মাথায় ঘুরপাক খাচ্ছে তদন্ত কর্মকর্তাদের।
একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে নাবাগত ইউএনও’কে সংবর্ধনা
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে নাবাগত উপজেলাবিস্তারিত পড়ুন

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৫ আসামি গ্রেফতার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতকবিস্তারিত পড়ুন

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা চুরি, আটক- ১
যশোরের বেনাপোলে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা চুরির অভিযোগেবিস্তারিত পড়ুন