শার্শায় ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানী: সুপারসহ ৪জন আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মহিলা আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেনীর এক ছাত্রীর সাহসী প্রতিবাদে যৌন হয়রানি ও সহায়তা প্রদানের অভিযোগে মাদ্রাসা সুপারসহ তিন শিক্ষককে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শার্শার সাতমাইল মহিলা হালিম মাদরাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, প্রিন্সিপাল মহাসিন আলী, মাদরাসার কেরানি জামাল উদ্দীন ও স্থানীয় চিকিৎসক নূর ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে- গত রবিবারে ক্লাস নেয়ার সময় মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাৎক্ষনিক সে তাদের ম্যাডাম শাহানাজকে বিষয়টি বলে ও বাড়ী যেয়ে তার মা-বাবার কাছে অভিযোগ করে। মেয়েটির পিতা মাদ্রাসা সুপার মহসীন কবীরকে বিষয়টি অবহিত করেন। সুপার বিচারের আশ্বাস দিয়েও বিচার না করায় গত মঙ্গলবার ভূক্তভোগি ছাত্রীর পিতা সাংবাদিকদের কাছে ঘটনা জানালে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
বুধবার রাতেই পুলিশ যৌন হয়রানীর শিকার ছাত্রী ও তার পিতার জবানবন্দী নিয়ে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ও এ কাজে সহায়তা প্রদানের জন্য মাদ্রাসা সুপার মহসীন কবীর এবং সহকারী শিক্ষক জামাল হোসেন, অভিভাবক সদস্য নুরুল ইসলামকে আটক করে।
জানা গেছে- শিক্ষক শরিফুল প্রায় প্রতিদিনই ওই ছাত্রীকে উত্যক্ত করতো। লোকলজ্জার ভয়ে সে কাউকে কিছু বলতো না।কিন্তু ঐদিন সে সাহস করেই ঘটনাটি সবাইকে জানিয়ে দেয়।
এদিকে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হবার অজুহাতে মাদ্রাসার কতিপয় শিক্ষক ও কমিটির লোকজন শরিফুলের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সহকারী শিক্ষক শরিফুল ওই ছাত্রীকে নিপীড়ন করতো। মেয়েটি এ নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয়। কিন্তু তিনি বিচার না করে কয়েকজন মিলে বিষয়টি মিটিয়ে ফেলতে ছাত্রীর অবিভাবকদের চাপ দেয়। অর্থের প্রলোভনও দেখায়। পরে পুলিশকে অভিযোগ দেয় ওই মেয়ের পরিবার। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এ ব্যাপারে ৪জনকে আসামী করে শার্শা থানায় মামলা হয়েছে। যার মামলা নং-৩, তাং-০১-০৫-০১৯।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শার্শার বাইকোলা
কলারোয়ার কাজীরহাটে ৮দলীয় ‘বন্ধন কাপ’ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায়বিস্তারিত পড়ুন

কেশবপুরের বরণডালি ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার কেঁড়াগাছি চ্যাম্পিয়ন
কেশবপুরের বরণডালিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কলারোয়ার ছলিমপুর ফুটবল একাদশকে ১-০বিস্তারিত পড়ুন

ঝিকরগাছার ধানপোতা ফুটবল টুর্নামেন্টে শিয়ালঘোনা চ্যাম্পিয়ন
ঝিকরগাছার ধানপোতায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০গোলে নাভারনের শ্রীরামকাটিবিস্তারিত পড়ুন