বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর থেকে বিতাড়িত কর্মকর্তা!

সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম দেব

সাতক্ষীরা প্রতিনিধি:
জামালপুরে অনিয়ম করে আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হয়ে সাতক্ষীরায় এসে চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব। ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটার দিকে।
সাতক্ষীরায় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চিত করলেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার। শনিবার দুপুরে এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব কতৃক সময় নিয়ে তার সাক্ষাতকার গ্রহণের সময় নিয়ে আসা হয়। রবিবার সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করার পর প্রচন্ড ভিড় ঠেলে উনার কথা মোতাবেক উনার কাছে পৌছানোর পর বারবার প্রশ্ন করা হলেও তিনি তাতে কর্ণপাত করেন নি। এক পর্যায়ে তিনি ধাক্কা দিয়ে ফেলেন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষনিক ছিড়ে যায়।
আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুন পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করা হয়। শেষ পর্যায়ে কতৃপক্ষের বক্তব্যের জন্য সহকারি পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষনিক ছিড়ে যায়। প্রসঙ্গত, সহকারি পরিচালক উত্তম ২৫ আগষ্ট রবিবার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সাথে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রবিবার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এধরনের অসৌজন্যতা মুলক আচরণ করেন।
জামালপুরের সাংবাদিক নেতা ময়না আকন্দ বলেন, জামালপুরে থাকাকালে সম্প্রতি অনিয়মসহ হাতে নাতে ধরা পড়ার পর এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব আন্দোলনকারীদের হাতে আটক হন। এসময় তার লালিত দালালরাও ধরা পড়ে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এরপর পাসপোর্ট অফিসে তথ্য নিতে গেলে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ময়না আকন্দ, যমুনা টিভি’র সাংবাদিক সাগর ফরায়েজি, ইন্ডিপেনডেন্ট টিভি’র সাংবাদিক সাইমুম সাব্বির শোভন ও সময় টিভি’র সাংবাদিক জাহাঙ্গীর আলমের সাথে তথ্য না দিয়ে ঔদ্ধত্যমুলক আচরণ করেন। এরপর তাকে ৪দিনও হয়নি তাকে তড়িৎ বদলি করা হয়।
সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারিরীক আক্রমন ও বাঁধা স্বরুপ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তিনি শুনেছেন যথাযথ কতৃপক্ষকেও তিনি অবগত করবেন।
এঘটনায় সাংবাদিক ময়নার কাছে ফোন দিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন। তিনি এর দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দিয়েছেন।
এদিকে এঘটনায় সাতক্ষীরার সাংবাদিকরা দুপুরে এই অসৎ কর্মকর্তা সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব এর শাস্তির দাবি জানান পাসপোর্ট অফিস খুলনা বিভাগীয় কর্মকর্তার কাছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো
  • সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান
  • বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা