সাতক্ষীরার পিএন বিয়াম স্কুলের অভিভাবকদের সাথে মতবিনিময় জেলা প্রশাসকের

সাতক্ষীরার পিএন বিয়াম স্কুলের অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সোমবার দুপুরে স্কুলের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও স্কুলটির চেয়ারম্যান এসএম মোস্তফা কামাল অভিভাবকদের সাথে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ও তাদের কাছ থেকে কথা শোনেন। সেসময় তারা কিছু সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক স্কুলের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ডিসি মোস্তফা কামাল বলেন- ‘স্কুলের শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষাসফরের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিতর্ক, কবিতা, গান, চিত্রাঙ্গনসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।’
‘অভিভাবকদের তাদের ছেলেমেয়েকে পড়াশুনার বিষয়ে অতিরিক্ত চাপ না দেয়ার জন্য’ অনুরোধ করেন জেলার শীর্ষ এ সরকারি কর্মকর্তা।
পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে আনন্দের সাথে পড়ালেখা করতে পারে তার সার্বিক পরিবেশ স্কুলে তৈরি করা হবে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন।
ছেলেমেয়েরা যাতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে তার জন্য ডিজিটাল ল্যাব স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক সেখানে পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে কলারোয়ায় মানববন্ধন ও আলোচনা সভা
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে কলারোয়ায় মানববন্ধন ও আলোচনা সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি-আলোচনা সভা ।। জয়িতা সম্মাননা
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় ৯ ডিসেম্বরবিস্তারিত পড়ুন