শনিবার, এপ্রিল ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিউনিটি ক্লিনিক ভিত্তিক

সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়ায় উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটি ক্লিনিক ভিওিক ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উক্ত ইউনিয়নের দাস, ঋষি, পাড়ুই সম্প্রদায় সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০০ জন নারী ও কিশোরী কে দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ফ্রি এ মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য ছিল কমিউনিটির নারী ও কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করা। ব্যক্তিগত ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রদান করা। কমিউনিটির নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতন করা। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মো. ফরহাদ জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সমাজকর্মী সাকিবুর রহমান বাবলা, তালা উপজেলা মেডিকেল অফিসার, ডা. স্বর্নালী সুলতানা, ডা. মো. মোজাম্মেল হক, ফিংড়ী ইউপি সদস্য আব্দুল হামিদ, রত্না রানী সরকার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান প্রমুখ।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্পের প্রজেক্ট অফিসার যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে নানাদিক তুলে ধরেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে সেবা দেয়ার ক্ষেত্রে আরও অগ্রাধিকার দিতে হবে। উপজেলা স্বাস্থ্য অফিসার বলেন, কায়পুত্র, ঋষি, রাজবংশী, পাড়ুই সম্প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে। এধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী খুব সহজেই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারছে।

তিনি আরো বলেন, নারী-কিশোরী ও গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে।
সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে অবশ্যই কমিউনিটি ক্লিনিকে আসতে হবে এবং সেবা গ্রহণ করতে হবে। বছরে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প কয়েকটা করা হলে তা খুবই ফলপ্রসু হবে উক্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।
ফিংড়ি ইউনিয়নের বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে মেডিকেল ক্যাম্পে আসার জন্য প্রকল্পের পক্ষ থেকে বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়। এছাড়া ইমার্জেন্সি রোগীদের কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দিনব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্প বিকাল চারটায় শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা সংবাদদাতাঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তরূণ এক্টিভিস্টা সদস্যদের নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষৎতের জন্য আর্থিক বিনিয়োগবিস্তারিত পড়ুন

শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা

সারা দেশের মতো সাতক্ষীরায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনির বানভাসী মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
  • বাঁশখালি হত্যার ৯ বছরঃ সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ
  • ‘সমাজের আলো’র প্রতিবেদনের নিন্দা-প্রতিবাদ কলারোয়ার বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর
  • সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তেদের মাঝে খাদ্য সহায়তা র‍্যাবের
  • সাতক্ষীরার আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার
  • সেজো ভাইকে ছু*রিকাঘাতের পর কাদায় চুবি*য়ে মৃ*ত্যু নিশ্চিত করেন তারা!
  • সাতক্ষীরায় সাংবাদিকদের হত্যার হুমকি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত
  • আশাশুনির আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন
  • আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ-প্রধান শিক্ষক
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ
  • ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ