সাতক্ষীরায় কুখরালীতে ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম

সাতক্ষীরা শহরে এক মাদ্রাসা ছাত্রীর মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে নাহিদ হাসান নামে এক বখাটে। মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রীর পিতা শেখ মহিদুল ইসলাম জানান, তার মেয়েকে প্রায় উত্ত্যক্ত করতো একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান। এ ঘটনা নাহিদের পিতাকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তার মেয়েকে গত চারদিন আগে ছেলে পক্ষ দেখতে আসে। তাদের পছন্দ হয়। এ ঘটনা জানার পর বখাটে নাহিদ সকালে তার বাড়ির ঘরে ঢুকে ব্লেড দিয়ে মেয়ের মুখে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে ঢাকা বিজয় শোভাযাত্রা
সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে ঢাকা বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছির ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরার ভাড়ুখালী
কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬দলীয় দেশরত্ন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে। এবিস্তারিত পড়ুন