শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
স্বাধিনতা-মর্যাদা ও ন্যায় বিচার প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে যৌথভাবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। বাস্তবায়িত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র‌্যালি ও আলোচনাসভা।
সাতক্ষীরা পুরাতন হাসপাতালের সামনের থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যানগ্রোভ সভা কক্ষের সামনে যেয়ে শেষ হয় এবং পরে ম্যানগ্রো সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এমএসএফ এর এড. আবুল কালাম আজাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, উত্তরণের এড. মুনিরউদ্দীন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, রুইস রানা গাইন, নারী নেত্রী ফরিদা আকতার বিউটি, মহুয়া মঞ্জুরী, আ. সামাদ, আইনী সহায়তা কেন্দ্রর মফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ম্যানগ্রোভ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বয়স ৫২ বছর পরও আমরা দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারিনি। সম্ভব হয়নি সবার জন্য মানবাধিকার নিশ্চিত করা। আমরা আশা করবো অচিরেই আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। এ লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ মানবাধিকার হতে বঞ্চিত হবে না। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো বৈষম্য থাকবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন আজ সাতক্ষীরা ল কলেজের একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস ফোরাম এ-র বার্ষিক নির্বাচন আজ ১৯ অক্টোবর। সাতক্ষীরা ল কলেজ অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪১৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আইনের শিক্ষার্থীদের মাঝে। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জেলার শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাবুদ্দিন সাজু। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও অর্থ সম্পাদক চারটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি পথগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সাতক্ষীরা ল কলেজের একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস ফোরাম এ-রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কদমতলা বাজার কমিটির আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : কদমতলা বাজার কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত আলোচনা সভাবিস্তারিত পড়ুন

ভারতের যাওয়ার সময় কলারোয়া সীমান্তে বাংলাদেশি যুবক আটক

দীপক শেঠ, কলারোয়া: অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সাংবাদিক আবুল কাশেমের শ্বশুরের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদের সম্মেলন ও কমিটি গঠন
  • ভোমরা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধেও ঘুষ দাবির অভিযোগ
  • সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের ৫টি পাতা গায়েব, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫
  • কুদ্দুস আলী মোড়ল পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী নির্বাচিত
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত
  • সাংবাদিক আবুল কাশেমের শ^শুরের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক জ্ঞাপন
  • সাতক্ষীরা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক সাহেদ আলম
  • এইচএসসি’তে পাস করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান বাংলাদেশ নারী ফুটবল দলের আফিদা খন্দকার প্রান্তি
  • দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
  • সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন
  • জা.বি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা