বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের জিরো পয়েন্টে বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ!

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর নিকটবর্তী স্থানে বুধবার রাত ১২ টার দিকে এক বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে জখম হয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাদক পাচারকারীর নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরার ঘোনা সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, একই এলাকার মিজান ঢালীর ছেলে মাসুদের পক্ষে বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেনসিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক ১২টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবুর বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদক পাচারকারি ইমদাদুল বলেন, তাকে খুলনায় ভর্তি করেছেন তার মা হামিদা খাতুন। তবে তিনি নিজেকে মাদক আনতে যাওয়ার কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে হামিদা খাতুনের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার রিং করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘোনা ইউপি সদস্য আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে সাররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। বিএসএফ রাবার বুলেট ছুঁড়তে পারে। তবে কোন সীমান্তে গুলির ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন। বিস্তারিত পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে প্রচারণা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাংস ব্যবসায়ী সমিতির হাতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল

“সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
  • বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • ভর্তি হতে না পারা সেই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা শাহিন
  • সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে পল্টন ট্রাজেডি আলোকচিত্র প্রদর্শনী জামায়াতের