বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের জিরো পয়েন্টে বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ!

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর নিকটবর্তী স্থানে বুধবার রাত ১২ টার দিকে এক বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে জখম হয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাদক পাচারকারীর নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরার ঘোনা সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, একই এলাকার মিজান ঢালীর ছেলে মাসুদের পক্ষে বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেনসিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক ১২টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবুর বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদক পাচারকারি ইমদাদুল বলেন, তাকে খুলনায় ভর্তি করেছেন তার মা হামিদা খাতুন। তবে তিনি নিজেকে মাদক আনতে যাওয়ার কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে হামিদা খাতুনের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার রিং করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘোনা ইউপি সদস্য আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে সাররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। বিএসএফ রাবার বুলেট ছুঁড়তে পারে। তবে কোন সীমান্তে গুলির ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন। বিস্তারিত পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

“পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে নবীন বরণ

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা ও ছেলে গ্রেপ্তার
  • সাতক্ষীরার ফিংড়ী মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক
  • সাতক্ষীরায় শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদান
  • সাতক্ষীরায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
  • সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা আদালতে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা
  • সাতক্ষীরায় ৫৬টি মহিলা সমিতিকে সাড়ে ১৬লাখ টাকার চেক প্রদান
  • ভোমরার মাদক সম্রাট শামীম: দুই যুগের সিন্ডিকেটে নাকানিচুবানিতে প্রশাসন
  • সাতক্ষীরায় ডাকসু’র পক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ
  • সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ