বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনা সরকারের ক্রীড়াবিদ এমপি-মন্ত্রীরা কোথায়?

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বছর পূর্তি হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে তার দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতারাও গা ঢাকা দিয়েছেন। ক্রীড়াঙ্গনের আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীদেরও হদিস নেই।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন অনেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তাদের অন্যতম বিশ্বখ্যাত অলরাউন্ডার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মাগুরা-১ আসনের সাবেক এই এমপি। নড়াইল সদর থেকে নৌকার টিকিটে নির্বাচিত জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজারও হদিস নেই।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ভারত থেকে সম্প্রতি ভিডিওবার্তা দিয়েছেন। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২) ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার (মাগুরা-২) ভারতে রয়েছেন। আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান (ঢাকা-১) কারাগারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০) দেশ ছেড়ে পালিয়েছেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) গ্রেফতার হলেও বর্তমানে জামিনে রয়েছেন। আরেক সাবেক সভাপতি নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) এখন লন্ডনে আছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

আবাহনী ক্লাবের পরিচালক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (ঢাকা-৩) ভারতে, সাবেক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) দুবাইয়ে, টেনিস ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) লন্ডনে রয়েছেন বলে জানা গেছে। সাইক্লিং ফেডারেশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম (ঢাকা-৪) ভারতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪) কারাগারে। বাফুফের সাবেক সহসভাপতি ও আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদের (যশোর-৩) হদিস নেই। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আবাহনীর আরেক পরিচালক শাহরিয়ার আলম (রাজশাহী-৬) ইউরোপে, বিসিবির সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী (মৌলভীবাজার-২) লন্ডনে।

বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি ও রেফারি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (পার্বত্য বান্দরবান-৩০০) এবং অ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর-২) ভারতে আছেন বলে সূত্র জানিয়েছে।

ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক ও খুলনা আবাহনীর পৃষ্ঠপোষক শেখ হেলালের (বাগেরহাট-১) অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিওএ-এর সাবেক সহসভাপতি ও স্কোয়াশ ফেডারেশনের সাবেক সভাপতি লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি (গোপালগঞ্জ-১), সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪), সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং বিসিবির সাবেক সহসভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক (নারায়ণগঞ্জ-১)।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি, বিওএ-এর সহসভাপতি, সাবেক অ্যাথলেট হুইপ মাহবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২) কারাগারে। মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী (গাজীপুর-৩) ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন।

উশু ফেডারেশনের সাবেক সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি শাজাহান খান (মাদারীপুর-২), ক্যারম ফেডারেশনের সাবেক সভাপতি এবং সাবেক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), রোলার স্কেটিং ফেডারেশনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (জামালপুর-৫), শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সহসভাপতি ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম-৬)।

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সভাপতি এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আবাহনীর সাবেক পরিচালক আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬) যুক্তরাষ্ট্রে, বিসিবির কাউন্সিলর ও ক্রীড়া ব্যক্তিত্ব শামিম হক (ফরিদপুর-৩) ইউরোপে রয়েছেন বলে তাদের ঘনিষ্ঠ সূত্র যুগান্তরকে জানিয়েছে।

ক্রীড়া ব্যক্তিত্বদের সংসদে, সংসদের বাইরে ও সরকারের নীতিনির্ধারণী ফোরামে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ ছিল। কিন্তু তাদের অনেকেই নির্বাচিত হয়ে ক্রীড়া উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নেই ব্যস্ত ছিলেন বেশি।

তাদের বাইরে ২০২৪ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও বর্তমানে জেলে রয়েছেন সাবেক ফুটবলার ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (নেত্রকোনা সদর) এবং রাগবি ফেডারেশনের সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ মহিউদ্দিন (ঢাকা-১০)।

সাবেক সংসদ-সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বছরখানেক আত্মগোপনে থাকার পর বুধবার রাতে গ্রেফতার হয়েছেন। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক হুইপ শামসুল হক চৌধুরী (পটিয়া) বর্তমানে পলাতক। ঘনিষ্ঠজনরা তার অবস্থান জানাতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো
  • সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান
  • বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা