১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস
এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে সময় দেয়া তথ্যে এমনটা জানা গেছে। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসা বোর্ড। দেশের ১ হাজার ৩টি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী এবার আলিম পরীক্ষায় পাস করেছেন।
এ ছাড়া সাধারণ নয় শিক্ষা বোর্ডের ৭৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।
এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারের প্রকাশিত ফলাফলে এইচএসসি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মোট জিপিএ-৫: পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০। জিপিএ-৫: ৫৯,২৩৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯। জিপিএ-৫: ৩২,৮০০ জন। বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ । জিপিএ-৫ : ৯,৯৭১ জন।
কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯। জিপিএ-৫ : ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ । জিপিএ-৫ : ১৫,৩৪৯ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৪৯ । জিপিএ-৫ : ১৩,৭২০ জন।
সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ । জিপিএ-৫ : ৪,৭৩১ জন। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ । জিপিএ-৫ : ২০,৮৭৮ জন। ময়মনসিং বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১। জিপিএ-৫ : ৭,৬৮৭ জন।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ : ৪,৮৭২ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ : ৫, ৭৭৫ জন।
এবার পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। আর উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।
এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)