বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বৈঠক থেকে বেরিয়ে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সমাবেশ’-এ অংশগ্রহণ করার জন্য সারাদেশ থেকে লাখ লাখ লোক এবং শতশত যানবাহন রাজধানী ঢাকায় প্রবেশ করবে। এমতাবস্থায় বাড়তি লোক ও যানবাহনের জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা ডিএমপির সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং তারা সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

জামায়াতের এই নেতা বলেন, আমাদের এই মহাসমাবেশে কয়েক লাখ লোক হবে। ঢাকা, ঢাকার আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে আমাদের লোকজন আসবে। ৫ আগস্টের পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি। তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি।

তিনি আরও বলেন, আমাদের বিপুল সংখ্যক ছোট-বড় গাড়ি আসবে। বিভিন্ন স্পটে গাড়ি আসবে। অনেকে বাসে, ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন। এসব বিষয় নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি। সামনেও আমাদের যোগাযোগ থাকবে। ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলিয়েই একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছি।

এছাড়া ফ্যাসিবাদবিরোধী দলগুলো এ মহাসমাবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতা।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল সমর্থিতবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতাবিস্তারিত পড়ুন

জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু’ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • ডাকসু নির্বাচন : বিজয়ীদের অভিনন্দন বিএনপির
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন
  • ডাকসু নির্বাচনে ভিপি পদে ১, ২ ও ৩টি করে ভোট পেলেন যারা
  • স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
  • ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা
  • ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী
  • যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম
  • ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
  • ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত
  • ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের সাদিক কায়েম ও ফরহাদ