প্রায় তিন বছর আগে অগ্নি সংযোগের শিকার হওয়া সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা’র ওয়ারিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের হাল ফেরাতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুুুুরোহিত অবারিত দাস বাবাজী বলেন, ২০১৮ সালের ২৮ সেপ্টম্বর অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ঝাউডাঙ্গা’র ওয়ারিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে ব্যাপকভাবে ক্ষতি করে পালিয়ে যায়। মন্দিরের দুইশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী গোপাল বিষ্ণু’র রাধা গোবিন্দের মুর্তি পুড়ে বিবর্ণ হয়ে যায়। যা প্রাচীন জমিদার আমলে স্থাপিত বলে সর্বজন স্বীকৃত। মন্দিরটি’র মূল্যবান মুর্তির পাশাপাশি চারপাশের দেয়ালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার পর সেসময় তৎকালীন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত পুরোহিতসহ সবাইকে বলেন ‘আমরা দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো’। দুই বছর পেরিয়ে গেলেও দোষীরা শনাক্ত হয়নি। মন্দিরটিরও ক্ষতি পুষিয়ে ওঠা যায় নি।
অবারিত দাস জানান, জেলা পরিষদ থেকে একলাখ ও উপজেলা পরিষদ থেকে ৪৫ হাজার টাকা মন্দিরের জন্য অনুদান পাওয়া যায়। তা দিয়ে এবং নিজেদের অর্থ দিয়ে নতুন ভবন নির্মাণের কাজে হাত দেয়া হয়। কিন্তু এখন অর্থাভাবে সেকাজও বন্ধ হয়ে আছে। এ মুহুর্তে সরকার বিশেষ দৃষ্টি দিলে মন্দিরটির ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা সম্ভব।
এছাড়াও তিনি সমাজের বিত্তশালীদেরও সহয়োগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]