ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।
ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলে উদ্বোধনী ভাষণ।
এর পর নিলামের সঞ্চালনায় আসেন হিউ অ্যাডমিডস।
মার্কি ১০ তারকার পর দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল। লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল।
সঞ্চালক হিউ অ্যাডমিডস আচমকাই পড়ে গেলেন স্টেডে। অজ্ঞান হয়ে গেলেন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ ঘটনায় থমকে রয়েছে নিলাম। আপাতত সব সব কার্যক্রম বন্ধ। অবশ্য এ ঘটনার পরে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।
ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি জানিয়েছেন, সুস্থ হয়েছেন সঞ্চালক হিউ এডমিডস।
নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]