করোনাকালীন সময়ে অনলাইনে সাহিত্য প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া প্রতিযোগিদের পুরষ্কার দিলো কলারোয়া সাহিত্য সংসদ (কসাস)।
সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে কসাস'এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, প্রতিযোগি ও পাঠকদের উপস্থিতিতে এ পুরষ্কার প্রদান করা হয়।
সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে অনলাইন সাহিত্য প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ‘ছোটগল্প’ ক্যাটাগরিতে মহাসিন হোসেন (গল্প- মামুনের একদিন), ‘কবিতা’ ক্যাটাগরিতে সুমাইয়া নাজমুন (কবিতা- মানবতা) ও ‘প্রবন্ধ’ ক্যাটাগরিতে ডা. রকিব উদ্দীন মুকুল (প্রবন্ধ- তৃতীয় নয়ন)।
অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. রকিব উদ্দিন মুকুল, তৈমুর রহমান মৃধা, মহাসিন হোসেন, আলিমুজ্জামান, সুমাইয়া নাজমুন, জুলফিকার হোসেন নাহিদ, কলারোয়া নিউজের প্রতিনিধি এ টি এম মাহফুজ, হাবিব ইমন, আল মামুন প্রান্ত প্রমুখ।
আয়োজকরা জানান, ‘কলারোয়া উপজেলার তরুণ প্রজন্মের কাছে সাহিত্য চর্চা ও তাঁদের মধ্যে থেকে সাহিত্য প্রেমীদের প্রতিভা বিকশিত করার স্বপ্নসিঁড়ি হতে চায় কলারোয়া সাহিত্য সংসদ (কসাস)। “বই হোক আত্মশুদ্ধির একমাত্র হাতিয়ার” স্লোগান কে সামনে রেখে মানুষের মাঝে বইপড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কলারোয়া সাহিত্য সংসদের পথচলা অব্যাহত রয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]