পাশে বসা কিংবা সামনের কোনো লোক ঘনঘন হাই তুলছেন, আর তা দেখে আপনারও শুরু হলো হাই তোলা! অথচ কিছুক্ষণ আগে পর্যন্তও আপনি ঠিক ছিলেন। তবে কি হাই তোলা ছোঁয়াচে? অন্যকে হাই তুলতে দেখলেই আমাদের হাই ওঠে কেন? চলুন এর কারণ জেনে নেয়া যাক-
বিশেষজ্ঞরা বলছেন, পাশে বসে কেউ হাই তুললে আমাদেরও হাই ওঠে, কারণ আমাদের শরীরে রয়েছে মিরর নিউরোন। অনেক সময়ে দেখা যায় অন্য কাউকে আঘাত করলে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে ব্যথা অনুভূত হয়।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষ তো দলবদ্ধ জীব। তাই সব সময় দলগতভাবে চিন্তাভাবনা করে কাজ করতে ভালোবাসে। সাধারণত আমরা যখন ক্লান্ত থাকি তখন মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়। হাই তুললে তাপমাত্রা কমে যায়। হাই তুললে মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়, মস্তিষ্ক তরতাজা হয়ে ওঠে। অন্যকে অনুকরণ করে আমরাও চাঙ্গা হওয়ার চেষ্টা করি।
তথ্যসূত্র: নিউজ এইটিন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]