দেশে সহিংসতা বৃদ্ধি ও অপশাসন বেড়ে যাওয়ায় আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতা দখল করেছে। তারা সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। জারি করেছে কারফিউ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জানা যায়, আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এর আগে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন সৈন্যরা।
বুধবার (২৬ জুলাই) রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে।
অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।
কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে ২০২১ সালের মার্চ মাসে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। প্রেসিডেন্ট হিসাবে বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্র বাজুমের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন নিউজিল্যান্ডে সাংবাদিকদের বলেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে কথা বলেছি। আমি এটা স্পষ্ট করছি যে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা তার দ্রুত মুক্তির দাবি করছি।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]