তুমি বিহীন বিতৃষ্ণায় কাটে মোর প্রতিটি প্রহর
মনের আঙিনা শূন্য লাগে জনাকীর্ণ এই শহর।
তোমার প্রতীক্ষায় আকুল হয়ে মনটা থাকে ভার
করুণ সুরের মূর্ছনায় ভিজে মনোবীণার তার।
ভোরের আলোয়, ক্লান্ত দুপুরে কত স্বপ্নজাল বুনি
নিঝুম রাতের আঁধারের ঘোরে আকাশের তারা গুনি।
আজো বসে আছি তোমার অপেক্ষায় কত স্বপ্ন আশা
তোমার মাঝে হারিয়েছি মন সঁপেছি ভালোবাসা।
কতো গোলাপ শুকিয়ে গেলো এতোটুকু সময় পেলেনা
কতো রাত আর বসন্ত এলো; তুমি শুধু এলেনা!
নীল আকাশ, বিস্তীর্ণ মাঠ আর পাখিদের কলতানে
পরিশুদ্ধ স্নানে প্রার্থনায় বসি, মন বসেনা কোনখানে।
চোখ বন্ধ রেখে পাওয়ার আশে যখনই পুলকিত হই
রাত জেগে জেগে কত স্বপ্ন আঁকি; উদাস হয়ে রই!
মনে জাগে ভয়, ভীষণ সংশয় কে জানে কি হয়!
সিক্ত এ হৃদয় উদাস হয়ে যায় তবু তারে ভোলার নয়।
প্রাণের অস্তিত্ব বিনাশ হবে সাগর হবে মরুভূমি
আমার আহাজারি সবাই শোনে, শোন না শুধু তুমি।
বিমূর্ত সময়ের কল্পনা গুলোর অবসান কবে হবে!
সাঙ্গ হবেনা অপেক্ষার পালা, নিথর দেহ পড়ে রবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]