কলারোয়া পৌরসভার উদ্যোগে পানির গুনগত মান পরীক্ষার সহজ ও সুবিধা পাচ্ছে কমিউনিটি দারিদ্র ও হতদারিদ্র জনগোষ্ঠী। এর ফলে সহজেই পৌরবাসী পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছেন। একই ভাবে পানিবাহিত আর্সেনিকেসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে।
বৃহষ্পতিবার (৭জানুয়ারী) কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই কথা উঠে আসলো সংশ্লিষ্টদের কাছ থেকে।
পৌরসভার পানি শাখা হতে পানির গুনগত মান পরীক্ষা পূর্বক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান।
উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী, ‘আমাদের কলারোয়া প্রকল্প’র টেকনিক্যাল অফিসার আইয়ুব হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, ‘পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।’
এদিকে, অবিলম্বে সাপ্লাই পানি তথা পানি সরবরাহ সুবিধা পাওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসীরা। তারা বলছেন, ‘বিশুদ্ধ পানি সরবরাহ সময়ের দাবি। শোনা যাচ্ছে পৌরসভার কিছু কিছু এলাকায় খুব শীঘ্রই পানি সরবরাহ করা হবে। তবে পৌরসভার প্রাণকেন্দ্র ২নং ওয়ার্ড বাজার এলাকায় পানির পাইপ লাইন না বসানোয় পানি সরবরাহ অনিশ্চিত। অন্তত পৌরসদরের অংশে পানি সরবরাহের ব্যবস্থা না করলে এর সুবিধা পরিপূর্ণতা আসবে না।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]