রবিবার, অক্টোবর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে রাজস্ব খাতে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের চাকরি

অবশেষে রাজস্ব খাতে নেয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি। সবকিছু ঠিক থাকলে তাদের চাকুরি আগামি মার্চ মাসে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত হবে।

অপারেশন প্ল্যান (ওপি) অনুমোদন না হওয়ায় ২০২৪ সালের জুন থেকে এখন পর্যন্ত টানা ৮ মাস বেতন পাননি সিএইচসিপিরা। রাজস্ব খাতে স্থানান্তরিত হলে একবারে ৯ মাসের বকেয়া বেতন পাবেন তারা।

পতিত হাসিনা সরকারের সময় কমিউনিটি ক্লিনিক নিয়ে অনেক উচ্চবাচ্য হলেও কার্যত সেটা ছিলো অন্তঃসারশূন্য ও রাজনৈতিক ফায়দা। কমিউনিটি ক্লিনিক দেখিয়ে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান আসলেও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’রা থেকেছেন সব সময় অবহেলিত ও বঞ্চিত। তাদের চাকরিও ছিল ঝুলন্ত অবস্থায়। এমনকি পতিত হাসিনা পালিয়ে যাওয়ার দু’মাস আগে পর্যন্ত তাদের চাকরি যেমন ঝুলন্ত ছিল তেমনি কোন বেতন ভাতও ছাড় হয়নি।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার কমিউনিটি ক্লিনিক নিয়ে বেশ কয়েকটি উদ্যোগ নিতে যাচ্ছেন।

এই ক্লিনিকে শুধু রোগের চিকিৎসা নয়; চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে বেশি কাজ করবে। ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রবিধান মালা তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। এটা চুড়ান্ত হলে সিএইচসিপিদের উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত পদায়ন করা হবে বলেও জানান তিনি।

দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই ক্লিনিক থেকে এখন ২২ প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। কিছু কিছু কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধও দেওয়া হচ্ছে। সকল কমিউনিটি ক্লিনিক থেকেই উচ্চরক্তচাপ ও ডায়বেটিসের ওষুধ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখান থেকেই রোগী রেফারেল সিস্টেম চালু হবে। সপ্তাহে দুই দিন দুই জন করে ডাক্তারও বসবেন কমিউনিটি ক্লিনিকে। তারা অসংক্রামক রোগে আক্রান্ত রেফারেল রোগী দেখবেন।

টারসিয়ারি লেভেলে চাপ কমানো জন্য কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা হবে। সেজন্য যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সিএইচসিপি দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের প্রথমে রাজস্বকরণ ও পরে পদায়নের কথা ভাবছে সরকার।

আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, সিএইচসিপিদের ১৩ হাজার ৯২৬ জনের একটা তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের চাকুরী রাজস্বকরণ শুধু একটা ধাপ বাকি আছে। মিটিংয়ের পর নোটিফিকেশন হবে। এরপর অর্থমন্ত্রণালয় বেতনের টাকা কমিউনিটি ক্লিনিট ট্রাস্টের ফান্ডে পাঠাবে। মনে হচ্ছে এটা মার্চের মাঝামাঝির সময় লাগবে, এর আগে হবে না। তখন বাকেয়া সব বেতন তারা একবারে পাবেন। সিএইচসিপিরা আগে ১৪ তম গ্রেডের বেতন পেতেন। অর্থমন্ত্রনালয় থেকে ১৬ তম গ্রেড করা হয়েছে। রাজস্বকরণ হলে তারা ১৬ তম গ্রেডেই বেতন পাবেন।

কমিউনিটি ক্লিনিকের প্রবিধানমালা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের ৮ অক্টোবর যে আইনটা হয়েছিল, কিন্তু এটার কোনো রুল নেই। সব সময় আইনের পর এটা রুল হয়। কিন্তু সে সময়ের রুলটা এখনো হয়নি। এটার জন্য দ্রুত একটা মিটিং হবে এবং মিটিংয়ে সিএসসিপিদের প্রতিনিধিরাও থাকবেন। রুল হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না।

প্রবিধানমালায় কি থাকবে সেই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, সিএইচসিপিরা কোনো ধরনের কাজ করবে, ওদের ক্যারিয়ার লেটারটা কেমন হবে?

সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৬ দিন (শনিবার হতে বৃহস্পতিবার) সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) প্রতি কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সেবাপ্রদান করেন এবং সিএইচসিপি-র পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী প্রত্যেক সপ্তাহে নূন্যতম ৩ দিন করে (পূর্ব পরিকল্পনা অনুসারে) কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করেন।
সূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনে কারও পক্ষে অন্যায়-বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারও পক্ষে অন্যায় বা বেআইনিভাবে নির্দেশনা দেওয়া হবেবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের এক নম্বর কারণ পচা নির্বাচন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাইবিস্তারিত পড়ুন

জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে নাবিস্তারিত পড়ুন

  • রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে : আমীর খসরু
  • পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
  • নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী
  • সরকার হজ নিয়ে কোন ব্যবসা করে না: ধর্ম উপদেষ্টা
  • সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির : ইনোভেশনের জরিপ
  • ‘এই সময়’-এ প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি
  • ‘আমি পোড়াতে বলেছি কী, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন’
  • নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি : রিজভী
  • ফার্মগেট থেকে প্রায় অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক
  • মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০ ট্রেন, চলবে রাত ১০টার পরেও
  • দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ ইসলাম
  • বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে খাট-ডাইনিং টেবিল দেবেন: রিজভী