রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ছিনতাইয়ের ঘটনা জানান। ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান নিজের মোবাইল ফোন দেখিয়ে ভুক্তভোগীকে বলেন, ‘আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’
ঘটনাটির পর নড়েচড়ে বসে মোহাম্মদপুর থানা পুলিশ। পরবর্তীতে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান সাংবাদিকদের জানান, সন্দেহজনকভাবে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জনিয়েছেন নেটিজেনরা। ছিনতাইয়ের ঘটনার পর ওসির এমন আচরণে ক্ষুব্ধ অনেকেই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]