টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল সাতক্ষীরা। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে স্বস্তির বৃষ্টির দেখা মিলে। জেলা শহর ও আশেপাশের এলাকায়ও শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির বর্ষণে নেমে আসে স্বস্তির হাওয়া। এ সময় দফায় দফায় বজ্রপাতে প্রকম্পিত হয় আকাশ।
এদিকে বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর মধ্যে। বৃষ্টিপাতে কিছুটা কমে আসে তাপমাত্রা। দিনভর ৩৭-৩৮ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যায় তা ২৮ ডিগ্রিতে নেমে আসে।
সারাদেশের ন্যায় গত বেশকিছু দিন ধরে সাতক্ষীরাও দাবদাহ চলছিল। দাবদাহের কারণে জনজীবনে নেমে অস্বস্তি, বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিনই কোনো কোনো স্থানে বৃষ্টির জন্য হয় বিশেষ দোয়া মোনাজাত।
জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকার দোকানদার শাহিন হোসেন বলেন, এ বৃষ্টি শান্তির বৃষ্টি। সৃষ্টিকর্তা আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। এই কয়েক দিনের গরমে আমরা অতিষ্ট হয়ে গিয়েছিলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]