মিঠুন সরকার, অভয়নগর (যশোর) থেকে ফিরে:
যশোরের অভয়নগরে ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম গ্রামের মোঃ আসাদুজ্জামানের জমিতে স্থাপিত জলবায়ু সহনশীল জাত জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ ও রড মিনিকিট ধানের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবসে গ্রামের ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।
হাজী আব্দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, আরও বক্তব্য রাখেন সিএফডিসিও কৃষিবিদ এ এম জাহাংগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডল, গুটি ইউরিয়া উৎপাদক ও বিক্রয়কারী মোঃ আনছার আলী, কৃষক আসাদুজ্জামান।
ফসল কর্তন পরবর্তী তুলনামূলক ফলাফলে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ জাতের ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে এই জাতের ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]