রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিমান করে আলামিন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন রিকশাচালক।
শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি গলায় ফাঁস দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মনসুর রহমান জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার একটি বাসায় আমরা সবাই থাকি। রাতের কোনো একসময় অভিমান করে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে আলামিন ফাঁস দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না।
তিনি আরও জানান, আলামিন পেশায় একজন রিকশাচালক ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]