নির্ঘুম রাত একাকিত্বে কাটে সহস্র অভিমানের ঘোরে
বিচ্ছেদের অনলে সৃষ্ট নীল কষ্ট নিঃস্ব করেছে মোরে।
উৎসুক হৃদয়ের অবারিত সুখ বিবর্ণ প্রণয়ে জ্বলে
স্নিগ্ধ প্রহর নিভৃত কাননে নিঃশব্দ চারণায় চলে।
উদ্ভ্রান্ত মন অস্থির চোখে অপেক্ষমাণ আকুলতায় হাসে
প্রক্ষিপ্ত দ্যুতি মিশ্রিত অবয়বে শান্ত অনুরণনে ভাসে।
অভিমানে ঘেরা দীর্ঘশ্বাস গুলো নির্মম সন্তর্পণে আসে
চাপাকান্নায় সিক্ত উত্তপ্ত মরু বেদুইনের মতো হাসে।
আকণ্ঠ নিমজ্জিত স্মৃতির চোরাবালি আষ্টে-পৃষ্ঠে বাঁধা
অভিমানী কালিতে উদ্বেল অন্তঃপট নিস্প্রভ এক ধাঁধা।
অপ্রকাশিত ঘটনার ঘাত-প্রতিঘাত অভিন্ন সূত্রে গাঁথা
এক বুক অভিমানে বিষাদিত চিত্ত হরণ করেছে কাঁথা।
ভেঙ্গে একাকার প্রেমের বালিয়াড়ি নুয়ে পড়েছে আশা
আবেগহীন অভিব্যক্তি পরাভূত আজ ভগ্ন মোর বাসা।
উন্মত্ত বিভীষিকায় ঝলসানো হিয়া গুমরে উঠে কাঁদে
অভিমানের সুতো বাঁধা পড়ে রবে অবুঝ প্রেমের ফাঁদে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]