আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশনের (ওয়াইএসএফ) আর্থিক সহযোগিতায় ঈদের বাজার পৌঁছে দিচ্ছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে দুস্থ পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় বাজার পৌঁছে দেন সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী শেখ মুমতারিণ অথৈ।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির এই স্বেচ্ছাসেবক বলেন, আমরা ওয়াইএসএফের আর্থিক সহযোগিতায় অসহায় পরিবারে প্রয়োজনীয় ঈদের বাজার পৌঁছে দিচ্ছি। কলারোয়া ছাড়াও সাতক্ষীরার সকল উপজেলাগুলোতে আমাদের কার্যক্রম চলছে। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।
প্রতিষ্ঠালগ্ন থেকে ওয়াইএসএফ এবং সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির দপ্তর সম্পাদক উপমা আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]