অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
প্রচণ্ড গরমে পানিশূন্যতায় ভুগছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।
এ প্রসঙ্গে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। প্রচণ্ড গরমে পানিশূন্যতায় ভুগছেন তিনি। তাই সিএমএইচে ভর্তি করা হয়েছে। আশা করছি, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]