ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল তাদের।
ওই দম্পতিকে বিমানবন্দরে তল্লাশির সময় একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি পাওয়া যায়। তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়া হয়নি। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই দম্পতির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী সাংবাদিকদের জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ উড়োজাহাজে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]