নাটোরের সিংড়ায় ইটবাহী ট্রাক্টরের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রনি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন।
সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রনি আহমেদ (২৫)। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। রনি শেরকোল এস আর ফিলিং স্টেশনে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেল থেকে পাবনার ঈশ্বরদী উপজেলায় যাচ্ছিল একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স। আর ফিলিং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন রনি আহমেদ। শেরকোল আইসিটি পার্ক এলাকায় এসে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রনি।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সের। এতে ৫ জন আহত হন। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]