কলারোয়া পৌর সদরের কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের এস এস সি (২০১০) ব্যাচ এর মেধাবী ছাত্র টিপু সুলতান বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইনজীবীর স্বীকৃতি পেয়েছেন।
টিপু সুলতান কলারোয়ার স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান দাউদ মটরস (হোন্ডা মোটর সাইকেল শোরুম), দাউদ রাইচ মিল,ও দাউদ মৎস্য খামার, এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ আলী গাজীর ছোট ছেলে।
আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া টিপু সুলতান জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত এই ফলাফলে নির্বাচিত হওয়ায় এশিয়ার বৃহত্তর বার ঢাকা বার অ্যাসোসিশনের বিজ্ঞ আইনজীবী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।
টিপু সুলতান ২০১০ সালে কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল থেকে জিপিএ ৪.৫০ পেয়েছিল, এরপর ২০১২ সালে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে জিপিএ ৪.৬০ পেয়ে এইচএসসি পাস করে ঢাকার স্বনামধন্য স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম এ তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। অবশেষে আইনজীবী তালিকাভুক্তির [এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশের মধ্য দিয়ে তিনি বিজ্ঞ জেলা আলাদতে আইনজীবী হিসেবে প্রাকটিস করার যোগ্যতা অর্জন করেন।
উল্লেখ্য যে কলারোয়া পাইলট হাইস্কুলের ২০১০ ব্যাচ এর মেধাবী ছাত্র টিপু সুলতান কে জাতীয় সাংবাদিক সংস্থা কলারোয়ার পক্ষ থেকে ও কলারোয়ার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও সরাসরি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]