আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২১ সালের টি-টোয়েন্টির সেরা একাদশ ঘোষণা করেছে। বর্ষসেরা সেই একাদশে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করে আইসিসি। এই একাদশে ঠাঁই হয়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের।
২০২১ সালে দুর্দান্ত কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। গত বছরে টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন দ্য ফিজ। ৬৯.৩ ওভারে ৭.০১ ইকোনমি রেটে ফিজ রান দিয়েছেন ৪৮৭।
আইসিসির টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ একাদশ: জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরিজজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রদি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]