স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারি মো. খোরশেদ আলম বলেন, আখেরাত আমাদের শেষ নিবাস এটা বিশ্বাস করলে অবশ্যই আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। মনে রাখতে হবে চাকুরির মাধ্যমেও ইবাদত করা যায়। চিকিৎসা পেশায় থেকে মানুষকে সেবা দিয়ে সেই কাজ করতে হবে। রোগীকে সেবা করার মধ্য দিয়ে আল্লাহকে সেবা করা তথা সন্তোষ্টি অর্জন করা যায়।
সোমবার (৭ অক্টোবর) বিকালে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে জনবলদের নিয়ে সার্ভিস উন্নয়ন শীর্ষক মাসিক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেককে তার নিজ নিজ কর্মস্থলের জবাব দিহীতা করতে হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে অবহেলা করা থেকে বিরত থাকতে হবে। যে যার জায়গা থেকে মানুষকে সেবা দিলে দেশ এগিয়ে যাবে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মামাত মাহবুবুর রহমানের সভাপতিত্বে মদিনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, মো. আবেদুর রহমান প্রমুখ। এ সময় হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক রিলেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]