ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে যায়।
এতে নগদ টাকা, হাঁস, মুরগি, ধান-চাল, কাপড় ও বাসনসহ সর্বস্ব ভস্মীভূত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা নিরুপণ করলেও ক্ষতি ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত রঞ্জু জানান, অগ্নিকাণ্ডে তার নগদ ৪২ হাজার টাকা এবং মকবুল হোসেনের ৩০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।
পঞ্চগড় জেলার বোদা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]