তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে রুশ গোয়েন্দাপ্রধান সেরগেই নারিশকিনের গোপন বৈঠক হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ গণমাধ্যম তাস সোমবার এ খবর প্রকাশ করেছে। খবর রয়টার্স ও তাসের।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করতেই রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে ওই বৈঠক করেন সিআইএর প্রধান।
একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সিআইএর বর্তমান প্রধান উইলিয়াম বার্নস।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে উইলিয়াম বার্নসের আলোচনার বিষয়ে অবশ্য বিস্তারিত জানা যায়নি।
তুরস্কের গোয়েন্দা কর্মকর্তাদের তত্ত্বাবধানে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]