গ্রামবাসিকে মেরে ফেলার প্রকাশ্য হুমকী দিয়েছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ১১ নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী। ব্যক্তিগত জমি দখল করে একটি রাস্তা নির্মাণ চেষ্টায় গ্রামবাসি বাধা দিলে তাদের মেরে ফেলার হুমকী দিয়েছেন তিনি। ইতোমধ্যে এ নিয়ে গতকাল দু পক্ষের মারামারিতে আহত হয়েছেন কয়েকজন। এদের মধ্যে নারী ও শিশু ও রয়েছে। গতকাল মারামারির ঘটনার পর কাশিয়াডাঙ্গা গ্রামে এসে আজ রাস্তা নির্মাণ কাজ চলবে এবং এতে কেউ বাধাঁ দিতে এলে তাকে স্পটেই মেরে ফেলার হুমকী দিয়েছেন তিনি। চেয়ারম্যানের এমন হুমকীতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রামের মানুষ। তারা উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।
জানা যায়, সাতক্ষিরা জেলার কলারোয়া থানার ১১নং দিয়াড়া ইউনিয়নের সর্বত্রই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নিজস্ব লোককে বিশেষ সুবিধা দিতে মোটা অংকের টাকার বিনিময়ে ব্যক্তি জমি দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী। এতে যাদের জমি দখর হয়ে যাচ্ছে তারা বাধা দিতে গেলে কুট কৌশলের আশ্রয় নেয় চেয়ারম্যান। স্থানীয় একাধিক সূত্র বলছে, মোটা অংকের টাকা ঘুষ নিয়ে চেয়ারম্যান মফেগাজি অন্যের জমির উপর েিয় রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এতে বাধা দিলে তিনি রাতের আধাঁরে নিজস্ব লোক দিয়ে কয়েক বিঘা জমির ফলন্ত কুলগাছ রাতের আধাঁরে কেটে ফেলে। এতে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে উঠলে চেয়ারম্যানের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনী গ্রামবাসির উপর হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে এলাকাবাসির অভিযোগ তারা এ বিষয়ে বার বার থানায় গিয়েও পুলিশের কাছে থেকে কোন প্রকার সহযোগিতা পায়নি। বরং পুলিশ জবর দখলকারি চেয়ারম্যানের গুন্ডাদের পক্ষ নিয়ে অসহায় গ্রামবাসির উপর অত্যাচার করেছে। গ্রাম বাসির অভিযোগ পুলিশ এখান থেকে মোটা অংকের টাকা নিয়ে সাধারণের পক্ষে না দাঁড়িয়ে চেয়ারম্যানের লেলিয়ে দেয়া গুন্ডাদের পক্ষ নিয়েছে। এতে চরম ভাবে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। জানা গেছে, চেয়ারম্যানের লোকজনের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন নারী ও শিশু। তারা কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হচ্ছেন জিয়ার ৪২, কালাম ২৫ নাজমা বেগম ৩৫ রহিমন ৪০ রাশেদা বেগম ৪২সহ অনেকে ।
সূত্রমতে, কলারোয়া থানা পুলিশের ইন্ধনে ১১নং ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে গাজী জোর পূর্বক মালিকানা জমি দখল করে নিজস্ব রাস্তা তৈরি করার উদ্যোগ নিলে তাতে গ্রামবাসী বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে খুন জখম করার হুমকি দেয় চেয়ারম্যানের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ করে কোন ফল পায়নি গ্রামবাসি। এ দিকে চেয়ারম্যানের লোকজনের হামালায় আহত গ্রামবাসিকে কোন প্রকার সহযোগিতা না করে উল্টো আহতদের অনেকের নামে মামলা করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক সকালের সময়কে মোবাইলে জানান, পুলিশ সপ্তাহের কারণে তিনি এখন ঢাকায় রয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন। সেখানে যোগযোগ হয়েছে। দুই পক্ষের নামেই মামলা হয়েছে। দুই পক্ষের দুজন গ্রেফতার হয়েছে। তিনি জানান, এলাকায় ফিরে তিনি এ ব্যাপারে আইনগত সহযোগিতা দিবেন। একই বিষয়ে জানতে চেয়ারম্যান মফেগাজী সেল নম্বরে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায। এ দিকে এলাকাবাসি জানায়, গতকালও চেয়ারম্যান এসে গ্রামবাসিকে হুমকী দিয়ে বলে গেছে আজ আবার রাস্তা নির্মাণ হবে। কাজে বাধাঁ দিরে তাদের মেরে ফেলারও হুমকী দেন তিনি।
সূত্র : দৈনিক সকালের সময়
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]