প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামী ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায় বন্দী।
জানা গেছে, গত ১৯/০১/২০২০ তারিখে সি.আর -৬৪০/১৬ (৭) ও ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারার মামলায় আদালতে হাজির হলে তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড ও গ্রাহকদের সমুদয় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এসময় প্রতারক ম্যানেজার ডা. ওমর ফারুক সুযোগ বুঝে আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যায়। আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না প্রতারক ওমর ফারুক’র। অবশেষে পুলিশের খাঁচায় বন্দী। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে। কিন্তু সুচতুর ডা. ওমর ফারুক গা ঢাকা দেয় তার শশুর বাড়ি যশোরের মনিরামপুরে।
সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার প্রতারক ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুক, জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম তিন সহোদর দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।
অবশেষে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মনিরামপুর থানা পুলিশ প্রতারক তিন সহোদরের একজন ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুককে যশোরের মনিরামপুর তার শশুর বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর সাতক্ষীরা সদর থানা পলিশের নিকট আসামী ম্যানেজার ডা. ওমর ফারুককে হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম পলাতক আসামী ওমর ফারুককে রবিবার (০১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন।
এব্যাপারে ভূক্তভোগিরা ওমর ফারুক গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আদালতের মাধ্যমে তাদের পাওনা টাকা ফেরত পেতে আদালতসহ সংশ্লিষ্টদের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]