শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী।
সমাশে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান খান, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিকনায়ক বিভিএমএস এনামুল খাঁন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এটি এম আনিসুর রহমান, উপজেলা আনসার কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলার আনসার কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনসার বাহিনী বাংলাদেশের একমাত্র সু-শৃঙ্খল বাহিনী যারা সব ডিপার্টমেন্টে কাজ করে। এই বাহিনী
একদিকে যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য বাংলাদেশের ইতিহাসে আনসার
বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।অনুষ্ঠান শেষে সাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক শেখ কামরুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]